পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন খেলাফত মজলিসের প্রার্থী
মো. তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী):পটুয়াখালী–২ (বাউফল) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন ফরম সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। এ আসনে বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
দুপুর ২টার দিকে তিনি বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহেবুল্লাহ, বাউফল পৌর খেলাফত মজলিস শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহসহ বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বাউফল উপজেলা পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ‘দেয়াল ঘড়ি’ প্রতীকের এই প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অধ্যাপক মাওলানা আইউব বিন মুছা বলেন,
“ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস এই নির্বাচনে অংশগ্রহণ করছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা কায়েম করতেই আমি এই আসন থেকে প্রার্থী হয়েছি।”
তিনি আরও বলেন,
“বাউফলের মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে আসছে। ইনশাআল্লাহ, জনগণ ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে সেই প্রত্যাশা পূরণ করবে।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, পটুয়াখালী–২ আসনে খেলাফত মজলিসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাটের রাজনীতির বাইরে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে ইসলামী রাজনীতিকে দেখছে।
উল্লেখ্য, খেলাফত মজলিস প্রতি নির্বাচনের মতো এবারও ‘দেয়াল ঘড়ি’ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে পটুয়াখালী–২ (বাউফল) আসনে নির্বাচনী প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো।
বিআলো/ইমরান



