পটুয়াখালীতে ১১ লাখ টাকার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর পায়রাকুঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গত ২৫ জুন (বুধবার) দিবাগত রাত ৩টার দিকে পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় মো. শাহিন হাওলাদার (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৭ হাজার টাকা।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একইদিন দুপুর ৩টার দিকে তার বাড়িতে পুনরায় অভিযান চালিয়ে আরও ২ হাজার পিস ইয়াবা (মূল্য প্রায় ১০ লাখ টাকা) এবং একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আরও জানায়, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটি ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
বিআলো/তুরাগ