পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন মুন্সিগঞ্জের আওলাদ হোসেন
গোলাম সরওয়ার পিন্টু: মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের গর্বিত সন্তান এ কে এম আওলাদ হোসেন বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি পেয়েছেন। তিনি সম্প্রতি রাজারবাগ পুলিশ টেলিকমে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।
সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ গত ৭ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ প্রশাসনের বৃহৎ রদবদলের অংশ হিসেবে এ পদায়ন করে। এ পদোন্নতির আগে তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আওলাদ হোসেনের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মহাসচিব মো. ফয়সাল হাওলাদার অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এ কে এম আওলাদ হোসেনের এই পদোন্নতি শুধু মুন্সিগঞ্জবাসীর নয়, পুরো জাতির জন্যই গর্বের। তাঁর কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।
দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ পদোন্নতিকে এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দেশবাসী প্রত্যাশা করছে, তাঁর ভবিষ্যৎ পথচলা হবে আরও গৌরবময় ও সফল।
বিআলো/এফএইচএস