পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি, কুষ্টিয়ার দুই ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহে পদ্মার পানি বেড়েছে অন্তত ১৫০ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পদ্মার পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে এবং এ ধারা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে।
ধারাবাহিক পানি বৃদ্ধিতে দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্লাবনে প্রায় এক হাজার হেক্টর জমির মরিচ, কলা, ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ইউনিয়নের ১৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে, তবে আশ্রয়কেন্দ্র হিসেবে বিদ্যালয়গুলো খোলা রাখা হয়েছে।
পদ্মাপাড়ের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদীর অরক্ষিত পাড় ভেঙে যেকোনো সময় লোকালয়ে পানি ঢুকে পড়তে পারে বলে শঙ্কা স্থানীয়দের। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে শুকনো খাবার ও ত্রাণসহ জরুরি সহায়তা দেওয়া হবে।
বিআলো/এফএইচএস