• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পবিপ্রবিতে জিএসটি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন 

     dailybangla 
    31st Oct 2024 6:33 pm  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে জিএসটি স্নাতক লেভেল -১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পবিপ্রবির বিএএ অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ । পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের প্রফেসর ড. মোঃ শামসুজ্জামান সবুজ।
    বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, আগে তোমরা এক পরিবারের সদস্য ছিলে এখন আরেক পরিবারের সদস্য হলে, সেটা হলো পবিপ্রবি’র। এখন তোমরা আমরা একই পরিবারের সদস্য। তিনি শিক্ষার্থীদের পড়াশুনা সহ আনুষাঙ্গিক সকল কাজ সঠিক সময় করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস -চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সকল নবীনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমিও একদিন তোমাদের মত নবীন ছিলাম তখনই ভাবতাম কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় ধীরে ধীরে জানলাম, পরবর্তীতে নিজেই শিক্ষক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম এবং এখন তোমাদের মাঝে ভাইস-চ্যান্সলর হয়ে এসেছি। তোমরাও এরকম ইচ্ছা নিয়ে পড়াশোনা করলে একদিন আমার থেকে আরো ভালো অবস্থানে থাকতে পারবে, মা- বাবার মুখ উজ্জল করতে পারবে। তিনি শিক্ষার্থীদের সকল ধরনের বাজে নেশা থেকে দুরে থাকার আহবান জানান।

    এসময় পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আতিকুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ নবীন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম, মুশফিকুর রহমান, শারমিন আক্তার, হাসিবুল ইসলাম, মোঃ মামুন, জয়মন্ডল কুন্ড ও সায়মা সুলতানা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031