প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি: ড. খন্দকার মারুফ
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা এবং দেশের অর্থনীতির চালিকা শক্তি— মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনে দেশপ্রেমিক প্রবাসী ভাইদের অবদান প্রশংসনীয়, দেশের মানুষ তা মনে রাখবে।”
মঙ্গলবার বিকেলে পূর্ব লন্ডনে প্রবাসী বৃহত্তর কুমিল্লার জাতীয়তাবাদী পরিবার আয়োজিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে প্রবাসীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ড. মারুফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, মাহিদুর রহমান ও এম এ মালেক।
প্রবাসী নেতৃবৃন্দের আয়োজনে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. খন্দকার মারুফ হোসেনকে দেওয়া সংবর্ধনা ও মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নাসরুল্লাহ খান জুনায়েদ।
বিআলো/তুরাগ