পরকীয়ার জেরে স্বামীকে খুন স্ত্রীর যাবজ্জীবন কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক: পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্বামী ইলিম সরকারকে হত্যার অভিযোগে করা মামলায় স্ত্রী সুলতানা আক্তার ক্যামিলিকে যাবজ্জীবন কারাদন্ড ও পরকীয়া প্রেমিক মোঃ রবিউল করিম পিন্টুকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে একলাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোঃ সাইফুল ইসলাম ইউসুফকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় ইউসুফ আদালতে হাজির ছিলেন। রাষ্ট্র পক্ষে সংশ্লিষ্ট আদালতের পিপি মোঃ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ভিকটি ইলিম সরকার তার স্ত্রী সুলতানা আক্তার ক্যামিলির পরকীয়া প্রেমের কথা জানিতে পারায় স্ত্রীর পরিকল্পনা মোতাবেক তাহার পরকীয়া প্রেমিক রবিউল করিম পিন্টু ও তাহার বন্ধু মোঃ সাইফুল ইসলামের সাহায্যে স্বামীকে নিজ বাস গৃহে খাটের উপর ঘুমন্ত অবস্থায় উপর্যুপরি চুরকাঘাত করিয়া হত্যা করে।
এ অভিযোগে ২০২১ সালের ২৮ মার্চ ভিকটিমের পিতা হাজী ফসল হক সরকার বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। পরবর্তীতে ২০২২ সালের ২৯ আগষ্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২৩ সালের ১৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্র পক্ষে মোট ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামিদের পক্ষে চারজন সাফাই সাক্ষ্য প্রদান করেন।
বিআলো/তুরাগ