• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘পরগাছা-উকুন’ বলে পরীমণি খোঁচা মারলেন অপুকে! 

     dailybangla 
    03rd Mar 2025 3:09 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ঢালিউড কুইন অপু বিশ্বাস ও ঢালিউডের অন্যতম লাস্যময়ী নায়িকা পরীমনির বন্ধুত্বের কথা সবারই জানা। এই দুই তারকার বন্ধুত্ব প্রায়ই চোখে পড়ে। একে অন্যের প্রতি সম্মান ও ভালোবাসাও প্রদর্শন করতে দেখা যায় দুজনকে। তবে হঠাৎ করেই ভালোবাসা কি বিষাদে রুপ নিলো? এমনটাই কানাঘুষো শুরু হয়েছে শোবিজ অঙ্গনে।

    সম্প্রতি অপু বিশ্বাস ও পরীমনির দুটি স্ট্যাটাস ঘিরেই এই নতুন মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে।

     

     

    শনিবার (১ মার্চ) সকাল সকাল ঘুম থেকে উঠেই পরীমণি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েক’শ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগীর অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে।’

    এরপর অভিনেত্রী লেখেন, ‘অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো।’

    অনেকেই ভাবতে পারেন, এখানে তো কোথাও অপু বিশ্বাসের নাম নেই। তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনা ঠিকই মেলাচ্ছেন। কারণ অপু বিশ্বাস শুক্রবার একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে।

    তাতে একটি ঘোষণা ছিলো যে, ‘অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট’। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুকে রাতে একটি রিলস ভিডিও প্রকাশ পায়। যেখানে অপুকে সাদা আনারকলিতে লাস্যময়ী হিসেবে দেখা গেছে। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবী গান ব্যবহারের সমালোচনা করেন। এরপরই পরীমনির এমন স্ট্যাটাস!

     

     

    এদিকে পরীমনির স্ট্যাটাস যে অপুকে খোঁচা মেরেই তা অনেকটাই অনুমান করা যাচ্ছে।

    পরীর পোস্টে মন্তব্য করতেও দেখা গেছে অনুরাগীদের। কেউ কেউ লিখেছেন, ‘অপুকে খোঁচা দিলেন পরী।’

    তবে কি দুই নায়িকার সুন্দর সম্পর্কে ফাটল ধরেছে? এর নেপথ্যে কি? এসব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। তবে দুই তারকার কেউই এ বিষয়ে সরাসরি নাম উল্লেখ করে আর কোনো মন্তব্য করেননি।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031