পরমাণু সাবমেরিন প্রকল্পের পর কোরীয় উপদ্বীপে নতুন উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির পরিকল্পনার অনুমোদন দেওয়ার সপ্তাহ না পেরোতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
শুক্রবার সকালে দেশটি পূর্ব সাগরের দিকে অজ্ঞাত এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা পরে জাপান সাগরে গিয়ে পড়ে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকালেই উৎক্ষেপণ করা হয়। বিশ্লেষকদের মতে, এটি আবারও পিয়ংইয়ংয়ের ‘পারমাণবিক সক্ষমতা’ প্রদর্শনের ইঙ্গিত বহন করছে।
২০১৯ সালে কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্পের নিরস্ত্রীকরণ আলোচনায় ব্যর্থতার পর থেকে উত্তর কোরিয়া নিজেকে ‘অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র’ হিসেবে ঘোষণা দিয়ে আসছে। এবারের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণও সেই অবস্থানেরই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অন্যদিকে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় সফরকালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের অনুমোদন দেন। বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, রাশিয়া, ভারত, ফ্রান্স ও যুক্তরাজ্য এই ধরনের সাবমেরিন প্রযুক্তির মালিক।
বিআলো/শিলি



