পরশুরাম থানার নতুন ওসি মোহাম্মদ নুরুল হাকিম
আজমির মিশু, ফেনী: ফেনীর পরশুরাম মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নুরুল হাকিম।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পরশুরাম মডেল থানায় যোগদান করে দায়িত্বভার বুঝে নেন। মোহাম্মদ নুরুল হাকিম ২০০৫ সালে চাকরিতে যোগদানের পর পুলিশের বিভিন্ন শাখায় ও সর্বশেষ সিআইডিতে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। পরশুরাম প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মাদক, চাঁদাবাজিসহ সকল অন্যায়ের বিরুদ্ধে পুলিশের শক্ত অবস্থান থাকবে। যারা অন্যায় করবে তারাই আইনের আওতায় আসবে
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতে যারা অন্যায় নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে কোনো ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে চাইলে পুলিশ তাদের সহযোগিতা করবে। দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। মোহাম্মদ নুরুল হাকিম ব্যক্তি জীবনে বিবাহিত তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তিনি কক্সবাজার জেলার রামু থানার বাসিন্দা।
বিআলো/তুরাগ