পরিকল্পনা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি
বিআলো ডেস্ক: পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগে ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত মোট ৬৫টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ:
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-
পদসংখ্যা: ১৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান
কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
সাঁটলিপি: ইংরেজি ৭০ wpm, বাংলা ৪৫ wpm
টাইপিং: ইংরেজি ৩০ wpm, বাংলা ২৫ wpm
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. কম্পিউটার অপারেটর-
পদসংখ্যা: ৪
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান
টাইপিং: বাংলা ২৫ wpm, ইংরেজি ৩০ wpm
Standard Aptitude Test–এ উত্তীর্ণ
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. অফিস মুদ্রাক্ষরিক সহকারী কাম-কম্পিউটার-
পদসংখ্যা: ১৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান
কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
টাইপিং: বাংলা ২০ wpm, ইংরেজি ২০ wpm
ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. অফিস সহায়ক-
পদসংখ্যা: ২৯
যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা-
১৮ থেকে ৩২ বছর
১ ও ৩ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪০ বছর
আবেদনের নিয়ম-
অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা-
আবেদন শুরু: ৫ নভেম্বর ২০২৫, সকাল ৯টা
আবেদন শেষ: ২৫ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা
বিআলো/শিলি



