পরিচ্ছন্নতাকর্মীদের হামলায় যুবদল নেতা হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের হামলায় শহর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ফরাজি (৫৫) আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) শহরের সানাই কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। আহত ফরাজিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে মসজিদবাড়ি এলাকায় ফরাজির বাসার সামনের সড়কে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা ফেলে রাখেন। এ নিয়ে আজ দুপুরে ময়লা সরানোর দাবিতে কথা কাটাকাটির একপর্যায়ে পরিদর্শক জাহিদুল ইসলাম পলাশ তাকে চড় মারেন। এরপর পরিচ্ছন্নতাকর্মীরা লাঠি, রড, বাঁশ ও পাথর দিয়ে ফরাজির ওপর হামলা চালান।
আহতের স্বজনরা অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হামলা। হামলার পরপরই অভিযুক্ত পরিচ্ছন্নতাকর্মীরা উল্টো ঝাড়ু হাতে মিছিল বের করে ফরাজির গ্রেফতারের দাবি জানায়।
ঝালকাঠি পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা ও পৌর প্রশাসক কাওছার হোসেন ঘটনার বিষয়ে জানান, সংঘর্ষের ঘটনার প্রেক্ষাপট যাচাই করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা করা হবে।
বিআলো/এফএইচএস