পরিচ্ছন্ন ও প্লাস্টিক বর্জ্যমুক্ত কামরাঙ্গিরচর গঠনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
নিজস্ব প্রতিবেদক: “পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ- এটা আমি বিশ্বাস করি, কিন্তু এলাকার মানুষদের অসচেতনতার জন্য আমাদের প্রিয় কামরাঙ্গিরচর এলাকা যেন অপরিষ্কার-অপরিচ্ছন্নতার এক উল্লেখ্যযোগ্য উদাহরণ। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগরী তৈরী করতে যা কেবল আমরাই করতে পারি। আমি আনন্দিত আজকের এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে।এলাকাবাসীর পক্ষে মাহাতাব হোসেন তার বক্তব্যে এই কথা বলেন।
প্লাস্টিক বর্জ্যমুক্ত ও পরিচ্ছন্ন এলাকা তৈরি করার লক্ষ্যে জোন-০৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং হাজারীবাগ আরবান এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথ উদ্যোগে ২০ মার্চ ২০২৫, ৫৫ নং ওয়ার্ডের ঝাউচর এলাকাতে একটি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
উক্ত কার্যক্রমটি উদ্বোধন করেন শিউলি আক্তার, ওয়ার্ড সচিব, ৫৫ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উল্লেখিত কার্যক্রমটিতে এলাকার মোট ১৪০ জন এলাকাবাসী সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। কনজারভেন্সী ইন্সপেক্টর, মশক সুপারভাইজার, ওয়ার্ড সচিব, বিডি ক্লিন, শিশু ও যুব ফোরাম, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং হাজারীবাগ আরবান এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার যোনাস ক্ল্যারি কস্তা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, প্রোগ্রাম অফিসার এবং ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনটিতে ২৫ জন বর্জ্য সংগ্রহকারী নির্ধারিত রাস্তায় প্রতিকী ঝাড়ু দেন, ১০ জন মশক নিধন কর্মী মশার স্প্রে প্রদান করেন এবং কনজারভেন্সী ইন্সপেক্টর ও মশক সুপারভাইজার হ্যান্ড মাইকের মাধ্যমে এলাকাবাসীদের সচেতনতামূলক বার্তা প্রদান করেন। শেষে এলাকা থেকে সংগ্রহকৃত ৫০৪ কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য মার্কাস বাংলাদেশ নামক একটি সহযোগি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।
বিআলো/তুরাগ