পরিচ্ছন্ন পরিবেশ যেকোন প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভাবমূর্তি নিয়ে আসেঃ চুয়েট ভিসি
dailybangla
25th Feb 2025 8:19 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, একটি স্বাস্থ্যকর পরিবেশের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব জরুরি বিষয়। পরিচ্ছন্ন পরিবেশ যেকোন প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভাবমূর্তি নিয়ে আসে। আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব। আমাদের উচিত নতুন প্রজন্মের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতার ধারণা গড়ে তোলা। এতে করে নিরাপদ এবং পরিচ্ছন্ন ভবিষ্যত গড়ে তোলা সহজ হবে।
আজ ২৫ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) চুয়েটের পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে SCIP প্লাস্টিক প্রকল্পের উদ্যোগে আয়োজিত টেকনিক্যাল টক কাম ক্লিন ডে প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। এতে আরও উপস্থিত ছিলেন SCIP প্লাস্টিকস প্রকল্পের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. মোছা: ফারজানা রহমান জুথী, SCIP প্লাস্টিকস প্রকল্পের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসিফুল হক, চুয়েটের নিরাপত্তা শাখার উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, পরিকল্পনা ও উন্নয়ন অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া, SCIP প্লাস্টিক প্রজেক্টের সাইন্টিফিক কো-অর্ডিনেটর মি. গ্রেগর বিয়াসটক ও লুইযা ওয়াফল। অনুষ্ঠান সঞ্চালনা করেন SCIP প্লাস্টিক প্রকল্পের গবেষণা সহকারী জনাব তৃষা দাশ।
উল্লেখ্য, টেকনিক্যাল সেশনে প্রজেক্ট এর বিভিন্ন গুরুত্বপূর্ণ আউট কাম এবং জুটের পচনশীলতা নিয়ে সাইন্টিফিক আলোচনা করেন মি. গ্রেগর বিয়াসটক। পরবর্তীতে SCIP প্লাস্টিক প্রোজেক্টের সাইন্টিফিক ডিরেক্টর অধ্যাপক ড. মোছা: ফারজানা রহমান জুথী প্রজেক্টের বিভিন্ন প্রয়োজনীয় দিক সম্পর্কে তুলে ধরেন। উক্ত সেমিনারে আরো অংশগ্রহণ করে পুরকৌশল বিভাগের চতুর্থ শিক্ষাবর্ষের শিক্ষার্থীগণ। পরবর্তীতে ক্যাম্পাস পরিষ্কার কার্যক্রম এর সূচনা হয় সবার মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণের মাধ্যমে। এরপর চুয়েট ক্যাম্পাসে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ক্যাম্পাস পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। SCIP প্লাস্টিক প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর এনভায়রনমেন্ট, নেচার কনসারভেশন, এন্ড নিউক্লিয়ার সেফটি এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।