পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানিকগঞ্জ-৩ আসনে নাহিদ মনিরের গণসংযোগ
সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে মানিকগঞ্জ-৩ আসনে শাপলা কলি প্রতীকে মনোনয়নপ্রত্যাশী নাহিদ মনির ব্যাপক গণসংযোগ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি মানিকগঞ্জ জেলা শহরের কোর্ট চত্বর, টাউন এলাকা ও সরকারি দেবেন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় দিনব্যাপী বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
দলীয় সূত্রে জানা যায়, নাহিদ মনির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন মাঠে সক্রিয় রয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি এনসিপির শাপলা কলি প্রতীকে মানিকগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী।
গণসংযোগকালে নাহিদ মনির স্থানীয় ভোটারদের খোঁজখবর নেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা ও বৈষম্যহীন সমাজ গঠনের মতো বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “আমরা পরিবর্তনে বিশ্বাসী। আগের রাজনীতি ও হাঙ্গামার বাইরে মানুষকে তার অধিকার বাস্তবায়নের সুযোগ দিতে চাই। আমরা সেই প্রত্যাশা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, “যদি মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার মানুষ আমাকে সুযোগ দেয়, তবে গত ৫৪ বছরে না হওয়া উন্নয়ন আমি বাস্তবায়ন করব। স্থানীয় উন্নয়ন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালাব। আমরা চাই মানিকগঞ্জ-৩ আসন ঢাকার সমপরিমাণ শহর হিসেবে গড়ে উঠুক।”
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম, কাজি হারুনুর রশিদ পিন্টু, গালিবুর রহমান গালিব, শিবালয় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মহিদুর রহমান, মানিকগঞ্জ-১ আসনে এনসিপির এমপি প্রার্থী ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, মুখপাত্র আসাদুল্লাহ প্রমুখ।
বিআলো/ইমরান



