• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরিবেশের বন্ধনে দুর্বার:চিতলমারীতে শিক্ষার্থীদের হাতে ২০০ ফল-ফুলের চারা 

     dailybangla 
    28th Oct 2025 8:48 pm  |  অনলাইন সংস্করণ

    বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ রক্ষায় ও শিক্ষার্থীদের মাঝে গাছের প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে ২০০ ফল ও ফুলের চারা তুলে দিয়েছে দুর্বার উন্নয়ন সংস্থা। ‎মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক ও তরুণ সাংবাদিক মো. ইসমাইল হোসেন।
    ‎‎অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শোয়েব হোসেন গাজী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় সাংবাদিক পংকজ এবং বিদ্যালয়ের সকল ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় ‎সভাপতি শোয়েব গাজী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, ফল-ফুল দেয়, পরিবেশ রক্ষা করে- গাছই আমাদের পরম বন্ধু। দুর্বার উন্নয়ন সংস্থা আমাদের ছাত্রীদের হাতে যে চারা তুলে দিয়েছে, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এ সংস্থার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
    ‎‎‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‎গাছ লাগাই, পরিবেশ বাঁচাই- এই স্লোগান বাস্তবায়নে দুর্বার উন্নয়ন সংস্থার আজকের উদ্যোগ প্রশংসনীয়। ছাত্রীরা গাছের গুরুত্ব ও ভালোবাসা সম্পর্কে জানবে, সচেতন হবে। ‎‎দুর্বার উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, ‎আমরা সবসময় সামাজিক কাজ করার চেষ্টা করি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশ রক্ষা ও সমাজে সচেতনতা তৈরিই আমাদের লক্ষ্য। এই চারা বিতরণ কর্মসূচি সেই প্রয়াসেরই অংশ। সকলের দোয়া চাই, যেন আমরা আরও বৃহৎ পরিসরে মানুষের কল্যাণে কাজ করতে পারি। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীরা হাতে হাতে চারা নিয়ে হাসি-আনন্দে ভরে তোলে বিদ্যালয় প্রাঙ্গণ। পরিবেশ সচেতনতার এই সুন্দর উদ্যোগ শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031