• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরিবেশ দূষণে ৯ কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

     dailybangla 
    30th Jul 2025 6:43 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে ৯টি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

    অভিযোগ রয়েছে, এসব কারখানায় ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) না থাকায়, অথবা থাকলেও তা চালু না রেখে, খাল ও নদীতে বর্জ্য ফেলে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করা হচ্ছিল।

    সংযোগ বিচ্ছিন্ন হওয়া কারখানার তালিকা, লী নভোটেক্স (প্রা.) লিমিটেড, বোর্ডবাজার – বিদ্যুৎ ও গ্যাস, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, দক্ষিণ খাইলকুর – বিদ্যুৎ, পদ্মা ডেনিম টেকনোলজি, শিলমুন – বিদ্যুৎ ও গ্যাস, গাজী থ্রেড এন্ড এক্সেসরিজ, বিসিক, টঙ্গী – বিদ্যুৎ ও গ্যাস, তাহা ফ্যাশন, নদী বন্দর রোড, টঙ্গী – বিদ্যুৎ, মোহাম্মাদীয়া ইয়ার্ন ট্রেডিং, মিরাশপাড়া, টঙ্গী, সামিট ওয়াশিং, মরকুন, টঙ্গী, ঢাকা ওয়াশ লিমিটেড, বিসিক, টঙ্গী, লাম মিম ফ্যাশন, শিলমুন, টঙ্গী।

    অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মিজানুর রহমান, রিসার্চ অফিসার মকবুল হোসেন, এবং পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। অভিযানে ডেসকো পূর্ব বিদ্যুৎ বিভাগ, গাজীপুর পল্লী বিদ্যুৎ বিভাগ, ও তিতাস গ্যাস কোম্পানি সহযোগিতা করে।

    পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ শিল্প-কারখানার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলে জানানো হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031