পরিবেশ রক্ষায় ঐক্যের আহ্বান কফিলউদ্দিন আহমেদের
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম কফিলউদ্দিন আহমেদ বলেছেন, “সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
শুক্রবার সকালে উত্তরা ৭ নম্বর সেক্টর কল্যাণ সমিতির পার্কে ঢাকা প্যারাগন রোটারি ক্লাবের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন, বিমানবন্দর থানা জাসাসের সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান পলাশ, উত্তরা রয়েল ক্লাবের প্রেসিডেন্ট জহির রায়হান, উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মাস্টার, এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক হাসান প্রমুখ।
এ সময় কফিলউদ্দিন আহমেদ বলেন, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন আন্দোলনকে জোরদার করতে হলে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
বিআলো/তুরাগ