পরীমনির বিদেশ সফর নিয়ে গুঞ্জন, নতুন বন্ধু নাকি নতুন প্রেম!
বিনোদন ডেস্ক: ঢালিউড তারকা পরীমনি এখন পর্দায় আগের মতো নিয়মিত না হলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি সবসময়ই সরব। ব্যক্তিজীবন ও সম্পর্ক নিয়ে আলোচনার কেন্দ্রে থাকা এই অভিনেত্রী এবার নতুন একটি ভিডিও প্রকাশ করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছেন।
বৃহস্পতিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, এক যুবকের হাত ধরে সিঁড়ি বেয়ে নামছেন পরীমনি, এরপর কাঠের একটি সেতু ধরে হাঁটছেন। কথোপকথনে দুজনের বোঝাপড়ার মধুর রসায়ন স্পষ্ট।
যদিও ওই যুবক বিনোদন জগতের কেউ কি না তা জানা যায়নি, ভিডিও দেখে ধারণা করা হচ্ছে তার নাম ‘শাওন’।
ভিডিওতে পরীমনিকে বলতে শোনা যায়, “আমাদের ফ্রেন্ডশিপ প্রায় এক যুগেরও বেশি। কখনো ঝগড়া লাগেনি। এবার প্রথম একসঙ্গে বিদেশ ট্যুর, না? এবার আমি ঝগড়া করবই!”
ভিডিওতে আরও দেখা যায়- শাওনের হাতে একটি লাল হার্ট শেপের ‘লাভ লক’। তালায় সাদা অক্ষরে লেখা ‘পরী’ ও ‘শাওন’। দুজন মিলে হাসিমুখে সেটি ঝুলিয়েও দেন। ফলে তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে গুঞ্জন ছড়ায়।
ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, “আমি কোনো ঝগড়া করিনি ভাই। ও আজকে নিজে নিজেই সেন্টু খাইছে।”
ভিডিও প্রকাশের পর অনেকেই প্রশ্ন তুলেছেন- শাওন কি শুধুই ঘনিষ্ঠ বন্ধু, নাকি জীবনের নতুন অধ্যায়ের সঙ্গী? ভক্তদের কৌতূহল মেটাতে এখনই কিছু জানাননি অভিনেত্রী।
বিআলো/শিলি



