• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরীমনির ‘রঙিলা কিতাব’ 

     dailybangla 
    30th Oct 2024 7:39 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: আগামী ৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে আলোচিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।

    মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে জমজমাট এক আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ করা হয়েছে সিরিজটির ট্রেলার। কিংকর আহসানের উপন্যাস ‘রঙিলা কিতাব’-এর ছায়া অবলম্বনে নির্মিত এই সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করছেন পরী।

    এতে তার বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান। সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন।

    সংবাদ সম্মেলনে পরীমনি জানালেন, তার অভিনীত প্রথম সিরিজ এই ‘রঙিলা কিতাব’। কাজটি নিয়ে বেশ উদ্দীপনাও কাজ করছিল পরীর মনে।

    তার কথায়, শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে।’

    সুপ্তীর চরিত্রে কাজ করা প্রসঙ্গে পরী বললেন, ‘আমি ছাড়া সুপ্তী চরিত্রটি হতো না। সুপ্তীকে আমার দরকার হতো। অন্তত আমার জীবনে একটা ক্ষুধা থেকে যেত যে আমি সুপ্তী চরিত্রটি করতে পারিনি। এই আকাঙ্ক্ষা আমার মধ্যে থেকে যেত। আমি কোনো আফসোস জীবনে রাখতে চাই না। তাই সুপ্তী চরিত্রটি করে ফেলেছি।’

    উল্লেখ্য, বরিশালের মতো একটা মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকে তার প্রাণ প্রিয় স্বামীর সাথে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930