পলাতক আসামি এবার প্রার্থী হবেন না, আরপিওয়ে বড় সংস্কার
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) জারি হয়েছে। এবার আদালত ঘোষিত ফেরারি বা পলাতক আসামি সংসদ প্রার্থী হতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় আবার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী অন্তর্ভুক্ত হয়েছে।
প্রার্থী যোগ্যতা ও আচরণ বিধিতেও বড় পরিবর্তন এসেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের লাভজনক কার্যনির্বাহী পদে থাকালে প্রার্থী হওয়ার সুযোগ নেই। হলফনামায় আয়ের উৎস প্রকাশ বাধ্যতামূলক এবং প্রমাণে অসত্য তথ্য থাকলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নিতে পারবে। মনোনয়নপত্রের জামানত ৫০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ৬ মাসের সাজার পাশাপাশি ১.৫ লাখ টাকা জরিমানা হতে পারে।
ভোট ও নির্বাচনী প্রক্রিয়ায়ও নতুন ধারা এসেছে। সমভোট হলে পুনঃভোট হবে। একক প্রার্থীর ক্ষেত্রে ব্যালটে ‘না’ ভোটের বিধান থাকবে। জোটে নির্বাচন হলেও ভোট দিতে হবে নিজ দলের প্রতীকে। ইভিএম বাতিল, তবে আইটি সাপোর্টেড পোস্টাল ভোট চালু করা হয়েছে। ভোটকেন্দ্রে গণমাধ্যম ও প্রিজাইডিং কর্মকর্তার ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে।
নির্বাচনী ব্যয় নিয়ন্ত্রণের জন্য ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করা যাবে, মোট ব্যয় ২৫ লাখ টাকা পর্যন্ত সীমাবদ্ধ। অনুদান তালিকা প্রকাশ করতে হবে। মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব ও এআই অপব্যবহার নির্বাচনি অপরাধ হিসেবে গণ্য হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত আরপিওর ভিত্তিতে শিগগিরই দল ও প্রার্থীর আচরণবিধি চূড়ান্ত করা হবে, যা আগামী নির্বাচনের নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
বিআলো/শিলি



