পল্টন অফিসে দুঃসাহসিক চুরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকায় একটি পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৮টায় দিকে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার অফিসে এ চুরি সংঘটিত হয়।
অফিসের রিসেপশনে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সাদা টি-শার্ট পরিহিত মুখে মাক্স ব্যাবহার করে এক ভদ্রলোক রিসেপশনে প্রবেশ করে কিছুক্ষণ ডানে–বামে তাকিয়ে অবস্থান করেন। পরে সুযোগ বুঝে সিনিয়র ক্যামেরা পার্সন বাউল দাস লালার ক্যামেরা ব্যাগ নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যান।
এ বিষয়ে ভুক্তভোগী ক্যামেরা পার্সন বাউল দাস লালা জানান, প্রতিদিনের মতো তিনি অফিসে এসে ক্যামেরা থেকে মেমোরি কার্ড বের করে কম্পিউটারে ফুটেজ স্থানান্তর করেন। পরে মেমোরি কার্ডটি পুনরায় ক্যামেরায় রাখার জন্য রিসেপশনে গেলে দেখতে পান তার ক্যামেরা ব্যাগটি নেই।
এরপর তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে অফিসের সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন। ফুটেজে দেখা যায়, সাদা টি-শার্ট পরিহিত মুখে মাক্স ব্যাবহার করে তার ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন।
ঘটনাটি জানিয়ে পল্টন থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিআলো/এফএইচএস



