পল্লবীতে চাঁদা না পেয়ে আবাসন কোম্পানিতে হামলা ও গুলি, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক: ঢাকার পল্লবী এলাকায় পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে একটি আবাসন প্রতিষ্ঠানে সশস্ত্র হামলা ও গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান। মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সালেহ্ মুহম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পল্লবী থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, গ্রেপ্তারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার বিকেলে পল্লবীর আলব্দিরটেক এলাকায় ‘এ কে বিল্ডার্স’-এর অফিসে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হন কোম্পানির কর্মকর্তা শরিফুল ইসলাম।
এর আগে, ‘এ কে বিল্ডার্স’-এর চেয়ারম্যান কাইউম আলী খান থানায় একটি জিডি করেন। সেখানে তিনি জানান, প্রায় তিন সপ্তাহ আগে অজ্ঞাত একদল সন্ত্রাসী তার কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে। এরপর ২৭ জুন ও ৪ জুলাই পরপর দু’বার তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। সর্বশেষ গত শুক্রবার আবারও হামলা ও গুলির ঘটনা ঘটে।
চেয়ারম্যানের ছেলে আমিমুল এহসান বলেন, টাকা না দেওয়ার কারণে আমাদের প্রতিষ্ঠানে দুই দফায় হামলা চালানো হয়। অফিসের সিসিটিভি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম নষ্ট করে তারা। এরমধ্যেই শুক্রবার বিকেলে আবার গুলি চালানো হয়।
পুলিশ জানায়, ঘটনার পর পরই তদন্ত জোরদার করা হয় এবং সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বিআলো/এফএইচএস