পাঁচ আনী কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান
জাকির হোসেন বাদশা, মতলব উত্তর (চাঁদপুর) : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী পাঁচ আনী জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুবসমাজের উদ্যোগে আল আমানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৪ জানুয়ারি) পাচাআনী মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে মাদ্রাসার সভাপতি এস এম মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমাণিক, পাঁচ আনী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মো. সোলায়মান পারসী ফয়সাল, প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা আনোয়ার হোসেন জিহাদি, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নেসারি, হযরত মাওলানা মুফতি আসাদুজ্জামান চাঁদপুরী, বক্তারা তাদের বক্তব্যে পবিত্র কুরআনের হাফেজদের মর্যাদা, দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে মাদরাসা শিক্ষার ভূমিকা তুলে ধরেন।
তারা বলেন, কুরআনের আলোয় জীবন পরিচালনা করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠান সম্ভব। মাদরাসাটির সফলতা কামনা করেন অতিথিরা। অনুষ্ঠানের সফলতা কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। পরে মাদ্রাসার ২৩ জন কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ি পরিয়ে সম্মাননা ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করেন অতিথি ও আলেমরা। আগত সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
বিআলো/আমিনা



