পাঁচ দিন ধরে ১০ ডিগ্রির নিচে তেঁতুলিয়া, বিপর্যস্ত জনজীবন
নিজস্ব প্রতিবেদক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা বেড়েই চলেছে। টানা পাঁচদিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০.৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। উচ্চ আর্দ্রতার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে।
শহরের বিভিন্ন স্থানে খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ভোরের প্রচণ্ড ঠান্ডায় কাজে বের হতে কষ্ট পাচ্ছেন। হালকা কুয়াশা থাকলেও দিনের রোদ উষ্ণতা দিতে পারেনি।
এর আগের দিনও (মঙ্গলবার) তেঁতুলিয়ায় একই তাপমাত্রা রেকর্ড হয়, তখন আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, রাত-দিনের এই বড় পার্থক্য শীত বাড়িয়ে দিচ্ছে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ‘গত পাঁচদিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির সীমায় রয়েছে। সামনে আরও কমতে পারে।’
বিআলো/শিলি



