• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাওয়ার ইনডেক্সের তালিকায় এশিয়ায় শক্তিতে পেছাল বাংলাদেশ 

     dailybangla 
    01st Oct 2024 9:20 am  |  অনলাইন সংস্করণ

    বিআলো ডেস্ক: ‘লোয়ি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স’-এর তালিকা শক্তি বিবেচনায় বাংলাদেশ আছে মাইনর পাওয়ারে।

    এশিয়ায় কোন দেশের শক্তি বা প্রভাব–প্রতিপত্তি কেমন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক লোয়ি ইনস্টিটিউট।

    ‘লোয়ি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স’-এর তালিকা শক্তি বিবেচনায় দেশগুলো তিন ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো: সুপার পাওয়ার, মিডল পাওয়ার ও মাইনর পাওয়ার। আটটি বিষয়ের ওপর ভিত্তি করে সূচকটি তৈরি করেছে ‘লোয়ি ইনস্টিটিউট’। এগুলো হলো-সামরিক সক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক সক্ষমতা, কূটনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব, স্থিতিস্থাপকতা এবং ভবিষ্যতের সম্পদ।

    তালিকা অনুযায়ী, এশিয়ায় সুপার পাওয়ার বা সর্বাধিক ক্ষমতাশালী দেশ হলো আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চীন। তারপরই শুরু হয় মিডল পাওয়ার দেশগুলোর তালিকা। এই তালিকায় শুরুতে রয়েছে ভারতের নাম। এরপরে রয়েছে জাপান, রাশিয়া ও অস্ট্রেলিয়া। ভারতের অন্যতম প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অবস্থান মিডল পাওয়ারে, ১৬তম অবস্থানে। অন্যদিকে বাংলাদেশ আছে তালিকার মাইনর পাওয়ারে এবং ২০তম স্থানে।

    এশিয়ায় শক্তির বিচারে ২৭ দেশের মধ্যে গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৯ নম্বরে। এবার এশিয়ায় শক্তির বিচারে পিছিয়েছে বাংলাদেশ। এবারের পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের স্কোর ১০০–তে ৯ দশমিক ৪। অন্যদিকে ভারত এগিয়েছে ১ ধাপ। বাংলাদেশ সর্বোচ্চ ভালো পারফর্ম করেছে ভবিষ্যতের সম্পদ বিষয়ে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৫তম। আর সবচেয়ে পিছিয়ে আছে অর্থনৈতিক সম্পর্কের সূচকে। এতে বাংলাদেশের অবস্থান ২৩তম।

    তালিকায় বাংলাদেশের পরই রয়েছে শ্রীলঙ্কা। পাওয়ার ইনডেক্সে দেশটির স্কোর ১০০–তে ৭ দশমিক ৭। এদিকে বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের অবস্থান পাওয়ার ইনডেক্সে ২৩ নম্বরে। গৃহযুদ্ধে জর্জরিত দেশটির স্কোর সব মিলিয়ে ১০০–তে ৬ দশমিক ৭।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930