পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা মৃত্যুর নতুন রহস্য!
বিনোদন ডেস্ক: পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগারের রহস্যজনক মৃত্যুর পর তার পরিধেয় পোশাক থেকে রক্তের দাগের সন্ধান মিলেছে। ফরেনসিক প্রতিবেদনে উঠে আসা এ তথ্য তার মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, হুমাইরার টি-শার্ট ও ট্রাউজারে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ তার দেহের কঙ্কাল ছাড়া গুরুত্বপূর্ণ কোনো অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়নি। সূত্র: জিও নিউজ
পুলিশ বলছে, পাকিস্তানে রক্ত ও ডিএনএ ডেটাবেজের উন্নত ব্যবস্থা না থাকায় জৈবিক নমুনা মেলানোর ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ আরও বলছে, তদন্ত থেকে জানা যায় হুমাইরার ব্যবহৃত একটি মোবাইল ফোনও নিখোঁজ রয়েছে। মৃত্যুর শেষ দিনগুলোতে নিখোঁজ ফোনই ব্যবহার করতেন অভিনেত্রী। তাই তদন্তকারীদের ধারণা, ওই মোবাইল ফোনেই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যে কারণে সেটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে তদন্তকারীরা জানিয়েছিল, অভিনেত্রীর মৃত্যর খবর প্রকাশের পরপরই সেখানে উপস্থিত হয়ে পুরো ঘরে তল্লাসি চালানো হয়। এ তল্লাসিতে অভিনেত্রীর ঘর থেকে ‘রহস্যজনক সাদা পাউডার’ মেলে। যেটির উপস্থিতির যৌক্তিক কারণ বা ব্যাখ্যা খুঁজে পাননি তারা।
এছাড়া অভিনেত্রীর ফ্ল্যাটে কোনো গয়না পাওয়া যায়নি। যা সন্দেহ বাড়িয়ে হুমাইরার মৃত্যুকে আরও রহস্যময় করে তুলেছে। সন্দেহ আরও বাড়িয়েছে একটি খোলা বারান্দা। অভিনেত্রীর ফ্ল্যাটের সব দরজা, জানালা বন্ধ থাকলেও একটি বারান্দা খোলা পান তদন্তকারীরা। তাই ওই বারান্দা থেকে কেউ ফ্ল্যাটে প্রবেশ করে অভিনেত্রীকে খুন করেছিলেন কিনা সে বিষয়টিও পরিষ্কার হতে পারেননি পুলিশ কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ৮ জুলাই পাকিস্তানের ফেজ-৬ এর ইত্তিহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর নয় মাস পেরিয়ে যাওয়ায় অর্ধগলিত অবস্থায় তার লাশ পাওয়া যায়।
বিআলো/শিলি