• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখছেন নাঈম 

     dailybangla 
    19th Jul 2025 11:19 am  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা সফর শেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) কেবল দেশে ফেরে বাংলাদেশ দল। তবে বিশ্রামের খুব একটা সুযোগ নেই ক্রিকেটারদের। কারণ তিন দিন পর থেকে শুরু পাকিস্তান সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে শুক্রবার (১৮ জুলাই) ঐচ্ছিক অনুশীলন করার কথা ছিল টাইগারদের। তবে ক্রিকেটারদের ভ্রমণক্লান্তির কথা বিবেচনা করে শেষ মুহূর্তে অনুশীলন বাতিল করে টিম ম্যানেজমেন্ট।

    দলের অনুশীলন বাতিল হলেও তপ্ত গরমের মধ্যে ব্যক্তিগত এক থ্রোয়ারকে নিয়ে মিরপুরে অনুশীলনে হাজির নাঈম। শ্রীলঙ্কা সিরিজে পাওয়ার হিটিংয়ে ব্যর্থ হওয়া এই ক্রিকেটার শুক্রবার বড় শট মারার অনুশীলন করেছেন। অল্প কিছু বলেই শুধু রক্ষণাত্মক খেলতে দেখা যায় তাকে। অনুশীলনের শেষদিকে কিছুক্ষণ টি-টোয়েন্টি ক্রিকেটের সময়ের দাবি মেটানো রিভার্স সুইপ খেলতেও দেখা যায় নাঈমকে।

    অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাঈম। এসময় বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সম্ভাব্য ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে নাঈম বলেন, ‘অবশ্যই আমরা আমাদের ঘরের মাঠে সবসময় এগিয়ে রাখি নিজেদের দলকে। এবারও নিজেদের দলকে এগিয়ে রাখব। সত্যি বলতে, আমি জানি না যে ক্রিকেটের উপর থেকে দর্শকদের আগ্রহ হারিয়ে গেছে কি না। কিন্তু আমরা এখন যে জয়ের ধারায় আছি, এটা সবসময় ধরে রাখতে পারলে অবশ্যই আমাদের আগে যে (খেলা নিয়ে) উন্মাদনাটা ছিল, ওটা ইনশাআল্লাহ (থাকবে)… অতীতেও দেখেছি, এখনও আছে, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে।’

    গত মাসেই পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ। স্বাগতিকদের কাছে ওই সিরিজে কোনো পাত্তাই পায়নি টাইগাররা। এবারও প্রায় একই দল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান। তবে নাঈমের দৃষ্টিতে এবার এগিয়ে বাংলাদেশ। মাত্র এক মাসের ব্যবধানে দল নিয়ে এমন উচ্চাশা প্রকাশ করার ব্যাখ্যাও দিয়েছেন নাঈম।

    তিনি বলেন, ‘দেখেন, দল হিসেবে পাকিস্তান যেভাবে খেলেছে (পাকিস্তান সফরে)… যদিও আমি ছিলাম না, আমরা কিন্তু বেশিরভাগ ম্যাচেই, দেখেন আমরা কিন্তু হাই-স্কোরিং ইনিংস খেলেছি। আমরা ১৯০, ২০০ করেছি। তো আমরা বোলিংটা যেভাবে… পাকিস্তানে যেরকম বোলিং করেছি… পাকিস্তানের বিপক্ষে… শ্রীলঙ্কার বিপক্ষে যদি দেখেন, জিনিসটা কিন্তু ভিন্ন ছিল।’

    তিনি আরও বলেন, ‘এখন আমাদের বোলাররা কিন্তু ভালো জয়ের ধারায় আছে। সতীর্থ হিসেবে যেটা সামনাসামনি দেখলাম যে আমাদের বোলাররা এখন মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে। তো ইনশাআল্লাহ এটা ধরে রাখতে পারলে অবশ্যই আমরা ঘরের মাঠের সুবিধা নিতে পারব।’

    শ্রীলঙ্কা সিরিজে জয়ের ধারা পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও বজায় রাখবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা করছেন নাঈম, ‘যেহেতু একটা জয়ের ধারা নিয়ে আসছি, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আর যেহেতু ঘরের মাঠে খেলা, আমরা মিরপুর সম্পর্কে সবাই জানি যে এখানকার পরিস্থিতি কেমন হয়। এখন পর্যন্ত উইকেট দেখিনি। দলের অবস্থা খুবই ভালো আছে। তো ইনশাআল্লাহ, আমি আমার ব্যক্তিগত অনুশীলন করেছি। দলের জয়ের ধারাটা খুবই ভালো আছে, এটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আমরা অতীতে যা হয়েছে, সেগুলো নিয়ে এখন আর পড়ে থাকার সুযোগ নেই। এখন যেহেতু আমরা একটা ভালো অবস্থানে আছি, এই ধারাটা আমরা ধরে রাখার চেষ্টা করব।’

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930