পাকিস্তানের সাবেক গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে রায়: ১৪ বছর সশ্রম কারাদণ্ড
dailybangla
12th Dec 2025 3:35 pm | অনলাইন সংস্করণ
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান ফয়েজ হামিদকে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল।
আইএসপিআর জানায়, ২০২৪ সালের আগস্টে শুরু হওয়া দীর্ঘ ১৫ মাসের বিচারকাজে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন, রাজনৈতিক প্রভাব বিস্তার, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত ক্ষতিসাধনের অভিযোগ প্রমাণিত হয়।
রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাস্তি কার্যকর করা হয়েছে। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার ঘটনা বিরল। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বিআলো/শিলি



