পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৫ নিহত, ইসলামিক স্টেট দায় স্বীকার
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। মঙ্গলবার রাতে কোয়েটার একটি স্টেডিয়ামের পার্কিং এলাকায় এই বিস্ফোরণ ঘটে।
প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছেন, নিহতের সংখ্যা বুধবার পর্যন্ত বেড়ে ১৫ জনে পৌঁছেছে। বিস্ফোরণের সময় বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) সমাবেশ চলছিল। স্টেডিয়ামে শত শত মানুষ উপস্থিত ছিলেন।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার বলেছেন, “হামলাকারীরা সমাবেশের মূল স্থলে প্রবেশ করতে পারেনি, নইলে প্রাণহানি আরও ভয়াবহ হতো।” সরকারি কর্মকর্তা হামজা শফকাতও জানিয়েছেন, নিরাপত্তার জন্য সমাবেশে ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও জঙ্গি হামলার শিকার হয়ে আসছে।
হামলা অনুষ্ঠিত সমাবেশটি আয়োজন করা হয়েছিল প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী আত্বাল্লাহ মেঙ্গালের (২০২১ সালে মারা যান) স্মরণে। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা ব্যবস্থা না থাকলে হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারত।
বিআলো/তুরাগ