পাকিস্তান-আফগানিস্তান স্বল্পমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত
আর্ন্তজাতিক ডেস্ক: রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর পাকিস্তান ও আফগানিস্তান ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটি বুধবার (১৫ অক্টোবর) পাকিস্তানের সময় সন্ধ্যা ৬টা থেকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) কার্যকর হয়েছে, জানায় এনডিটিভি।
ইসলামাবাদে এক বিবৃতিতে বলা হয়েছে, “উভয় পক্ষ জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার জন্য সংলাপের মাধ্যমে ইতিবাচক সমাধান খুঁজে পেতে আন্তরিক প্রচেষ্টা চালাবে।”
পাকিস্তান জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছে আফগানিস্তান। তবে আফগানিস্তান এখনো এই দাবির বা যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর আগে বুধবার সকালে পাকিস্তান জানিয়েছে, তারা রাতে সামরিক অভিযানে ডজনখানেক আফগান নিরাপত্তা সদস্য এবং সন্ত্রাসীকে হত্যা করেছে। এটি সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান আরও জানিয়েছে, তারা অপ্ররোচিত হামলার জবাবে আফগানিস্তানের ট্যাংক ও সীমান্ত পোস্ট ধ্বংস করেছে।
তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, পাল্টা হামলায় তারা একটি পাকিস্তানি সীমান্ত পোস্ট ধ্বংস করেছে এবং একটি শত্রু ট্যাংক দখল করেছে।
পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তান এমন সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী হামলা চালায়। পাকিস্তানের দাবি, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর এই ধরনের হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ভারত সফরে বলেছেন, আফগান ভূমি কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। খবর: এনডিটিভি
বিআলো/শিলি