পাকিস্তান সীমান্তে তালেবানের প্রতিশোধমূলক হামলা
আর্ন্তজাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান সীমান্তের একাধিক পাহাড়ি এলাকা নিয়ে ‘প্রতিশোধমূলক’ হামলার কথা নিশ্চিত করেছে। তবে এতে হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান সরকার বলছে, এই হামলায় বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো হয়েছে। দুই দেশের সীমান্তে উত্তেজনা বেড়ে চলেছে, যেখানে ছোট অস্ত্র ও কামান ব্যবহার করা হয়েছে।
গত সপ্তাহে পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তালেবান। এরপর নিজেদের হামলাকে তারা ‘প্রতিশোধমূলক অভিযান’ হিসেবে উল্লেখ করেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো ‘বিনা উস্কানিতে’ করা হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। তিনি সতর্ক করেছেন, পাকিস্তান তার জনগণ ও সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সীমান্তের বিভিন্ন স্থান—আঙ্গুর আড্ডা, বাজাউর, কুররাম, দির, চিত্রল ও বারামচা—থেকে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, কুররাম জেলার জিরো পয়েন্টে রাত ১২টার দিকে আফগান দিক থেকে ভারী অস্ত্রের গুলি নিক্ষেপ শুরু হয়।
আফগান তালেবান সরকার সব সময়ই পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে এসেছে। তবে পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান ভূমি থেকে তালেবানদের সহায়তা নিয়ে দেশটির শীর্ষ সন্ত্রাসী গোষ্ঠী টিটিপি কার্যক্রম চালানোর অভিযোগ করছে।
এই উত্তেজনার সঙ্গে সামঞ্জস্য রেখে আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর শুরু হয়েছে। দিল্লি আবার কাবুলে দূতাবাস খোলার ঘোষণা করেছে। পাকিস্তান ও আফগান সীমান্তে সম্প্রতি সৌদি আরব ও কাতারও উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। সূত্র: বিবিসি
বিআলো/শিলি