পাক সেনাপ্রধানের মার্কিন সফর, ভারতের সাথে সম্পর্ক নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের যুক্তরাষ্ট্র সফর ঘিরে ব্যাপক আলোচনার মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান স্পষ্ট করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস স্পষ্ট করেছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক “অপরিবর্তিত” রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা “উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ”।
এক ব্রিফিংয়ে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের কথা স্মরণ করে বলেন, ‘পাকিস্তান ও ভারতের সাথে আমাদের একটি অভিজ্ঞতা হয়েছে। যখন তাদের মধ্যে সংঘাত চলছিল তা ভয়াবহ কিছুতে পরিণত হতে পারত।’
ব্রুস বলেন, সেই সময়টাতে কী ঘটছে তা নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠা ছিল।
ব্রুসকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আসিম মুনিরের সাক্ষাৎ এবং এর ফলে পাকিস্তানে মার্কিন সহায়তা এবং অস্ত্র বিক্রি বৃদ্ধি পেতে পারে কিনা। এর জবাবে এসব কথা জানান ব্রুস।
ব্রুস আরও উত্তর দিয়েছিলেন, উভয় দেশের সাথেই মার্কিন সম্পর্ক অপরিবর্তিত রয়েছে এবং সেটা ভালো। কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, যা খুব ভয়াবহ রূপ নিতে পারত। তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবিলম্বে পদক্ষেপ নেন। আমরা তখনকার ফোনালাপ ও সমন্বয়ের বিষয়টি ব্যাখ্যা করেছি, যার মাধ্যমে আক্রমণ বন্ধ করে উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে একটি দীর্ঘস্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়েছিল। এটি ছিল একটি গর্বের অর্জন।”
জুন মাসে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একান্ত মধ্যাহ্নভোজের পর, আসিম মুনিরের এই সফর ছিল দুই মাসেরও কম সময়ের মধ্যে তার দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র সফর। তিনি রোববার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সাথে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য ওয়াশিংটনে যান। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিআলো/শিলি