• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    ‘পাগলী’: সত্য ভালোবাসার গল্পে বাস্তব রূপা এখন পর্দায় 

     dailybangla 
    30th Oct 2025 6:43 pm  |  অনলাইন সংস্করণ

    বাস্তব জীবনের রূপা এখন পর্দায়, নির্মাণে জাকিউল ইসলাম রিপন

    হৃদয় খান: পরিবারের চাপে হারিয়ে যাওয়া এক নারীর ভালোবাসার গল্প এখন পর্দায় আসছে ‘পাগলী’ নামের নাটকের মাধ্যমে। নওগাঁর রুখসানা বেগম রূপার জীবনের বেদনাময় বাস্তব ঘটনাকে অবলম্বন করে নির্মিত হয়েছে এই নাটকটি। সমাজের চোখে তিনি পাগলী—কিন্তু তার অন্তরে লুকিয়ে আছে হারানো ভালোবাসার যন্ত্রণা, পারিবারিক নির্যাতন ও সমাজের অবহেলার বিরুদ্ধে এক নারীর নীরব লড়াই।

    রূপা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সপ্তম শ্রেণিতে পড়াকালে পরিবারের অমতে ভালোবেসে বিয়ে করেন প্রিয় মানুষটিকে। কিন্তু বিয়ের কিছুদিন পরই স্বামীকে একটি মামলায় কারাগারে যেতে হয়। এ সুযোগে রূপার পরিবার তাকে জোর করে স্বামীকে তালাক দিতে বাধ্য করে। রূপা মন থেকে কখনোই স্বামীকে ভুলতে পারেননি। গোপনে সবার চোখ ফাঁকি দিয়ে প্রায়ই কারাগারে ছুটে যেতেন স্বামীর সঙ্গে দেখা করতে।

    আট বছর পর স্বামী মুক্তি পাওয়ার পর জানতে পারেন—তার প্রিয় মানুষটি অন্য একজনকে বিয়ে করেছেন। মুহূর্তেই ভেঙে পড়ে রূপার জগৎ। নিজেকে তিন মাসের জন্য ঘরে বন্দি করে রাখেন তিনি। পরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। বাবা-মা মারা গেলে ভাইয়েরা তাকেও বাড়ি থেকে বের করে দেয়। এরপর দীর্ঘ দশ বছর ধরে রাস্তাতেই তার জীবন কেটে যাচ্ছে।

    একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে রূপার জীবনের এই করুণ কাহিনি প্রকাশ পেলে তা নজরে আসে নাট্যনির্মাতা জাকিউল ইসলাম রিপনের। তিনি বলেন, “আমি সবসময় ব্যতিক্রম ঘরানার গল্প নিয়ে কাজ করি। ‘পাগলী’ গল্পটি যখন দেখি, সেটা আমাকে ভেতর থেকে নাড়া দেয়। গবেষণা করেই কাজটি করছি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং একটি প্রজেক্ট। প্রযোজনা প্রতিষ্ঠান গোল্লাছুট আমাদের পাশে ছিল—তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

    নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। চিত্রায়ণ হয়েছে পুবাইলের ভাদুন এলাকায়। দুই দিনের শুটিং শেষ হয়েছে, আরেক দিনের কাজ শেষ হলেই নাটকটি মুক্তির অপেক্ষায় থাকবে। ‘পাগলী’ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। তার বিপরীতে স্বামীর চরিত্রে দেখা যাবে মীর রাব্বিকে। এই নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন তারা।

    অহনা বলেন, “সবসময় নারীকেন্দ্রিক গল্প আমাকে টানে। ‘পাগলী’ বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। প্রতিবেদনটি দেখার পরই চরিত্রটির প্রেমে পড়ে যাই। ভাবিনি—দ্বিতীয়বার ভাবারও সুযোগ ছিল না।”

    প্রযোজনা প্রতিষ্ঠান গোল্লাছুট জানিয়েছে, খুব শিগগিরই নাটকটি প্রকাশ করা হবে গোল্লাছুট ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, মানসিক ভাঙন আর সামাজিক অবহেলার গল্পে নির্মিত ‘পাগলী’ হতে যাচ্ছে বছরের অন্যতম আলোচিত নারীকেন্দ্রিক নাটক।

    ‘পাগলী’ কেবল একজন মানসিক ভারসাম্যহীন নারীর গল্প নয়—এটি এক অনন্ত ভালোবাসার, সমাজের নিষ্ঠুরতার, এবং মানবিকতার পুনর্জাগরণের গল্প।

    বিআলো/তুরাগ

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031