পাটগ্রামে বিজিবির হাতে শিবিরের সাবেক সভাপতি আটক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে ভারত সীমান্ত এলাকায় চোরাচালানকালে ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক সভাপতিকে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৭ ডিসেম্বর) তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত মেইন পিলার ৮৪৬-এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় মো. আতিক হাসান (২৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক আতিক হাসান শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দের বাড়ি এলাকার বজলার রহমানের ছেলে। তিনি পাটগ্রাম থানার পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে একটি মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তি ও মালামাল আইনগত প্রক্রিয়ার জন্য পাটগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “বিজিবি একটি চোরাচালান মামলা দায়ের করে অস্ত্র ও মোটরসাইকেলসহ একজনকে থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে।”
পাটগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি খোরশেদ আলম বলেন, “২০২২ সালে সংগঠনের প্রতি মনোযোগী না থাকায় আতিক হাসানকে বহিষ্কার করা হয়। এই ঘটনার দায়ভার দল নেবে না। এটি তার ব্যক্তিগত বিষয়।”
বিআলো/ইমরান



