পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল আবার শুরু হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, কুয়াশার কারণে বিভিন্ন ঘাটে একাধিক রো-রো ও ইউটিলিটি ফেরিকে নোঙর করতে হয়। পাটুরিয়া ও দৌলতদিয়া- দুই প্রান্তেই কয়েকটি ফেরি দীর্ঘ সময় আটকে ছিল। মাঝ নদীতেও যাত্রী ও যানবাহনসহ দুটি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়।
তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশ স্পষ্ট দেখা যাচ্ছিল না। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় নিয়েই চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় যানজট ও ভোগান্তি বাড়লেও চলাচল শুরুর পর যাত্রী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
বিআলো/শিলি



