• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাপনসহ বিসিবির ১১ পরিচালকের সদস্যপদ বাতিল 

     dailybangla 
    31st Oct 2024 12:31 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সভাপতিত্ব পদ থেকে সরানোর পর এবার বাতিল করা হলো নাজমুল হাসান পাপনের পরিচালক পদ। বিসিবির ১৫তম বোর্ড সভায় নাজমুল হাসান পাপনসহ বাতিল করা হয়েছে ১১ জনের পরিচালক পদ।

    বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালক বিনা নোটিশে পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার পরিচালক পদ শূন্য হয়ে যায়। সেই নিয়ম অনুযায়ী, ১১ জন পরিচালকের পদ শূন্য হয়েছে। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

    পাপন ছাড়া পরিচালক পদ হারিয়েছেন আরও ১০ জন। মঞ্জুর কাদের, আ জ ম নাসির, শেখ সোহেল, আনোয়ারুল ইসলাম, শফিউল আলম, ইসমাইল হায়দার, তানভীর টিটু, ওবায়েদ নিজাম, গাজী গোলাম মোর্ত্তজা আর নাজিব আহমেদ। এছাড়া সুজন-দূর্জয়ের পর তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ।

    এই ১১ জন ছাড়াও আরো তিনজন পরিচালকের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আর পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেনের।

    কয়েকদিন আগে বরিশাল বিভাগের পরিচালক আলমগীর আলো মৃত্যুবরণ করার পর থেকে নির্ধারিত ২৫ পরিচালক থেকে একজন কম নিয়ে কাজ করে আসছে বিসিবি। তিন জনের পদত্যাগ ও ১১ জনের পরিচালক পদ বাতিল করায়, বর্তমানে সক্রিয় পরিচালকের সংখ্যা দাঁড়ালো ১০-এ।

    ১১তম বিপিএলের সূচি ঠিক হয়েছে এই সভায়। ৩০ ডিসেম্বর পর্দা উঠবে নতুন আসরের। ৩৯ দিনের মাঠের লড়াই শেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অনলাইনে টিকেট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত এসেছে আধুনিক জিম তৈরীর। ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণের জন্য, ঢাকা-চট্টগ্রাম ও সিলেটের তিন টেস্ট ভেন্যুতে উন্নত সব সুযোগ-সুবিধা সম্মিলিত তিনটি জিম তৈরি করবে বিসিবি।

    আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930