পাবনায় অবৈধ ৭ ইটভাটায় অভিযান, সাড়ে ২১ লাখ টাকা জরিমানা
এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৯ জানুয়ারি) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে ৭টি ইটভাটাকে মোট ২১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাসের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা করা হয়। অভিযানের সময় ভাটাগুলোর বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করা হয়।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে রয়েছে বেড়া উপজেলার সততা প্লাস ব্রিকস, একতা ব্রিকস, সততা ব্রিকস ও মন্ডল এন্টারপ্রাইজ এবং সাঁথিয়া উপজেলার এ বি এস ব্রিকস, এ কে বি ব্রিকস ও এ এম বি ব্রিকস।
পরিবেশ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল গফুর জানান, পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানকালে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



