পাবনায় এক রাতে কবরস্থান থেকে ২১টি কঙ্কাল চুরি
এস এম আলমগীর চাঁদ, পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে এক রাতে ২১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
স্থানীয় বাসিন্দা শামীম হোসেন বলেন, “সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরি হয়েছে। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে—বেঁচে থাকলেও নিরাপত্তা নেই, মরলেও নেই। প্রশাসনের উচিত দ্রুত দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।”
এ ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন।
আমিনপুর থানার ওসি মো. গোলাম মোস্তফা বলেন, “এটি একটি অস্বাভাবিক ও ন্যক্কারজনক ঘটনা। কবরস্থান পাহারা দেওয়া সম্ভব নয়, তবে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
এর আগেও এ ধরনের একাধিক ঘটনা ঘটেছে। কিছুদিন আগে সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। এর ঠিক দুই দিন আগে দুলাই ইউনিয়নের চিনাখড়া কবরস্থান থেকে আরও পাঁচটি কঙ্কাল চুরি হয়। মাসখানেক আগে একই আমিনপুর কবরস্থান থেকেই ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
পূর্বাপর ঘটনাগুলো থেকে বোঝা যাচ্ছে, এলাকায় কঙ্কাল চুরি একটি ধারাবাহিক ও সংগঠিত অপরাধে রূপ নিচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বিআলো/এফএইচএস