• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক 

     dailybangla 
    03rd Nov 2025 2:09 pm  |  অনলাইন সংস্করণ

    এসএম আলমগীর চাঁদ, পাবনা: পাবনা সদরের চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে নামাজরত অবস্থায় নিজাম প্রামাণিক (৬০) নামের এক বাবাকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে। এ সময় পুলিশের তিনজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

    নিহত নিজাম প্রামাণিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। তিনি কৃষক হিসেবে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও কৃষিকাজে সহযোগিতা করতেন, তবে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজাম প্রামাণিক বাজার থেকে দুধ বিক্রি করে বাড়ি ফেরেন। খাওয়া-দাওয়া শেষে তিনি ঈশার নামাজে দাঁড়ান। এ সময় তার ছেলে দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয়। পরে পাশের ঘরে গিয়ে নিজেকে আটকে রাখে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে মরদেহ দেখতে পান এবং স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেন।

    পাবনা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় পাঠায়। এ সময় অভিযুক্তকে আটক করতে গেলে সে হামলা চালিয়ে এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান ও এসআই আবু রায়হানকে আহত করে। আহতদের মধ্যে এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    নিহতের অন্য ছেলে মিজানুর রহমান বলেন, “আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। আগে আমাকেও মেহগনি ঢাল দিয়ে মারাত্মক আহত করেছিল। আজও হত্যার উদ্দেশ্যে মাঠে আমাকে খুঁজতে গিয়েছিল।” তিনি আরও বলেন, “সে মাদকের জন্য প্রায়ই টাকা চাইত। না দিলে ভাঙচুর করত। এমন অপরাধীর কঠোর শাস্তি চাই।”

    পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930