পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ২
dailybangla
24th Nov 2025 8:50 pm | অনলাইন সংস্করণ
পাবনা প্রতিনিধি: পাবনা-ঢাকা মহাসড়কের উত্তর দুর্গাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। মাধপুর হাইওয়ে থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বিকেল অনুমান ৪টা ৪৫ মিনিটে পাবনা থেকে কাশীনাথপুরগামী পাট বোঝাই একটি ট্রাক একই দিকে যাওয়া মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মোঃ জব্দুল শেখ (৩৫) এবং তার মেয়ে জুবাইয়া খাতুন (৮) মারা যান। গুরুতর আহত হন জব্দুলের ছেলে মমিন শেখ (৫) এবং ভাতিজা সিয়াম শেখ (৬), যাদের স্থানীয়রা পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-০৯৯৬) এবং মোটরসাইকেল (রেজি মানিকগঞ্জ হ-১২-০৫৫৩) আটক করেছে। তবে ট্রাকের চালক দুর্ঘটনার সময় পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
বিআলো/ইমরান



