পাবনায় ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিলো বসুন্ধরা শুভসংঘ
নিজস্ব প্রতিবেদক: গত শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পাবনা পৌরসভার লাইব্রেরি বাজারে রিকশার অপেক্ষায় ছিলেন কামরুন নাহার ও আকলিমা বেগম। দুই নারীই দীর্ঘদিন ধরে অভাবের সঙ্গে সংগ্রাম করছেন। এ দিন তারা সহ আরও ৯৮ জন নারী পাবনার আলহাজ আহেদ আলী বিশ্বাস স্কুল অ্যান্ড কলেজে জমায়েত হন। বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ তাদের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেয়, যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
প্রোগ্রামের উদ্বোধন করেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এরপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, “যাঁরা এই সেলাই মেশিন পেয়েছেন, তারা এর মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠবেন এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের এগিয়ে নিতে হবে। নারীদের অবহেলিত রেখে সমাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিভিন্ন সমাজকল্যাণ সংস্থা ও স্থানীয় কর্মকর্তারা অংশ নেন। বিতরণের সময় প্রতিটি নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। লাভবান নারীরা সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাবনা পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নীলুফা ইয়াসমিন নীলা বলেন, “এই সেলাই মেশিনের মাধ্যমে আমি দিনে কিছু আয় করতে পারব, যা আমার ছেলেদের পড়াশোনার খরচ যোগাবে এবং পরিবার চলবে আরও ভালোভাবে।”
বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশে প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য মানবিক কর্মকাণ্ড করছে। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নারী সমাজে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, পরিবারের স্বাবলম্বিতা ও সমাজে নারীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত হচ্ছে। অনুষ্ঠানে অংশ নেওয়া সকলে এই উদ্যোগকে প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, এমন কার্যক্রম চলমান থাকবে।
প্রান্তিক নারীদের জীবনে এই সেলাই মেশিন তাদের আর্থিক স্বাবলম্বিতা, পরিবার পরিচালনা ও সামাজিক মর্যাদা অর্জনে সহায়ক হবে। বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপ তাদের পাশে থেকে নারী সমাজের উন্নয়নে অবদান রাখছে।
বিআলো/এফএইচএস