পাবনার আতাইকুলায় মেগা প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন
এস. এম. আলমগীর চাঁদ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার আতাইকুলায় সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নাধীন জগন্নাথপুর, হরিপুর, ভবানীপুর ও শিবপুর গ্রামের মধ্য দিয়ে ব্যক্তি মালিকানাধীন তিন ফসলি জমি এবং বাড়িঘর উচ্ছেদ করে প্রস্তাবিত ১৩ কিলোমিটার দৈর্ঘ্য ও ২৫০ ফুট প্রশস্ত খাল খননের মেগা প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় আতাইকুলা–ডেমরা সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরশেদ আলী, আতাইকুলা প্রেস ক্লাবের সভাপতি ও এসএ টিভির পাবনা জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাহতাব উদ্দীন, ভুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দীন, ধুলাউরী ইউপি সদস্য সুজন মেম্বার, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার আয়েশা আক্তার, আব্দুল মতিনসহ অনেকে।
বক্তারা বলেন, এ মেগা প্রকল্প অবৈধ, অপ্রয়োজনীয় এবং কৃষকের জন্য চরম ক্ষতিকর। তিন ফসলি জমির উপর দিয়ে এ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষকরা তাদের একমাত্র জীবিকা নির্বাহের জমি হারাবে। এতে এলাকার দারিদ্র্য বাড়বে, অনেক পরিবার গৃহহারা ও ভূমিহীন হবে।
তারা আরও বলেন, “কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অথচ এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকের বুকে লাথি মারা হচ্ছে। কৃষকেরা বেকার, ভূমিহীন ও গৃহহীন হয়ে যাবে।”
মানববন্ধনে অংশ নেওয়া শত শত কৃষক ও এলাকাবাসী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ প্রকল্প জনবান্ধব নয়, কৃষকবান্ধব নয়। আমরা এটি বাস্তবায়ন হতে দেব না।”
তারা অবিলম্বে প্রকল্প বাতিল করে এলাকাবাসীর ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, এ প্রকল্প বন্ধের দাবিতে দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এলাকার কৃষক ও ভুক্তভোগীরা।
বিআলো/তুরাগ