পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠের বিরোধে সংঘর্ষ: নিহত ১, গ্রেপ্তার ২
এস এম আলমগীর চাঁদ, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ফরিদপুরের মধ্য পুংগলী গ্রামে শুক্রবার ভোরে একটি হঠাৎ সংঘর্ষে মৃত্যু ঘটেছে। জানা গেছে, এই সংঘর্ষের পেছনে রয়েছে বছরের পর বছর ধরে জমে থাকা পুরনো দ্বন্দ্ব। গত বছরের ঈদগাহ মাঠে নামাজ পড়ার বিষয়কে কেন্দ্র করে হাজী গোষ্ঠী এবং বাদশাহ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। সেই পুরনো বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করে এবং বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন পরস্পরের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে গুরুতর আহত হন ২০ জন। আহতদের মধ্যে কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পথে গাজ্জালি মুন্সী (৫০), মধ্য পুংগলী গ্রামের মৃত রমজান মুন্সীর ছেলে, মারা যান। তিনি হাজী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি হয়। ফরিদপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় দুটি মামলা দায়ের করেছে। মামলায় উভয়পক্ষের কুদরত এ খুদা এবং ধলা নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আজম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আহতদের চিকিৎসা অব্যাহত আছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক এবং নিরাপত্তা বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দুই পক্ষের মধ্যে পুরনো বিরোধের কারণে এলাকায় সংঘর্ষের পুনরাবৃত্তি প্রতিরোধের জন্য প্রশাসন আরও সতর্ক অবস্থান নিয়েছে। স্থানীয় সমাজকর্মী ও পুলিশ মিলে পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা আর না ঘটে।
বিআলো/তুরাগ



