• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাবনা জেনারেল হাসপাতাল থেকে দালাল চক্রের নয়জন আটক 

     dailybangla 
    25th Oct 2024 11:08 pm  |  অনলাইন সংস্করণ

    এস এম আলমগীর চাঁদ, পাবনা: পাবনা জেনারেল (সদর) হাসপাতালকে দালালমুক্ত করে জনসাধারণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসন।

    গত বুধবার সকালে এ অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান রুবেল। অভিযানে দালাল চক্রের ০৯ সদস্য কে আটক করে দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় বিভিন্ন দন্ড প্রদান করা হয়। এরমধ্যে ০৬ জনকে আইন অনুযায়ী সর্বোচ্চ অর্থদণ্ড ও ০৩ জনকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

    অর্থদণ্ড প্রাপ্ত দালাল চক্রের ০৬ জন সদস্য হলো: ১. শারমিন আক্তার (২৮), পিতা-সাইদুর ইসলাম, ঠিকানা আটঘরিয়া, ২. কৌশিক সরকার (৩৪), পিতা- রামচন্দ্রপুর সরকার, ঠিকানা- আলোকদিয়ার, পাবনা সদর, ৩. নিরুপমা রায় (৪৫), পিতা- মান রঞ্জন রায়, ঠিকানা-খোদাইপুর, পাবনা সদর, ৪. সালমা (৩০), পিতা-নূরুল ইসলাম, ঠিকানা-হেমায়েতপুর, পাবনা সদর, ৫.রুনা (৩০), পিতা-আজাদ, ঠিকানা-রাধানগর, পাবনা সদর, ৬. সুমন আহম্মেদ (২১), পিতা-শাহীন, ঠিকানা-শালগাড়িয়া, পাবনা সদর, সর্ব জেলা পাবনা গণকে নগদ অর্থ জরিমানা করা হয়।

    উভয়দণ্ড (অর্থ ও কারাদণ্ড) প্রাপ্ত দালাল চক্রের ০৩ জন সদস্য হলো ৭. সাধন কুমার (২৭), পিতা- রবিদাস, ঠিকানা-পাবনা সদর, ৮. সুমন মণ্ডল (৩১), পিতা-আজাদ মন্ডল, ঠিকানা-উত্তর শালগাড়িয়া, পাবনা সদর, ৯. সুমি (২৮), পিতা-সুজন, সাং-কেলিকো কটন মিলের নিকট, পাবনা সদর, জেলা পাবনা গণকে আইনের সর্বোচ্চ অর্থদণ্ড ও ০৩ দিনের জেল দেওয়া হয়।

    স্থানীয় এলাকাবাসী ও সেবা প্রত্যাশীরা জানান, অভিযান নিয়মিত পরিচালনা হলে দালালের সংখ্যা কমার পাশাপাশি সেবার মানবৃদ্ধি পাবে। সেই সঙ্গে সদর হাসপাতালকে স্থায়ীভাবে দালালমুক্ত করার পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সেবা প্রত্যাশীরা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031