পাবনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এস এম আলমগীর চাঁদ, পাবনা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গত রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক অফিসের সম্মেলন কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা জামায়াতের আমীর ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা -৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী, ব্যবসায়ী, মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রধান আলোচনার কেন্দ্রবিন্দু ছিলো নির্বাচনী নিরাপত্তা। বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানান। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের দাবি তোলেন। নেতৃবৃন্দ আরো বলেন, ভোটাররা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার জন্য প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
বিশেষ করে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিআলো/আমিনা



