পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়নে বিজ্ঞান চর্চার আহ্বান রাবিপ্রবি উপাচার্যের
আবদুল হাই খোকন: রাঙ্গামাটি: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অলিম্পিয়াড–২০২৬। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও একাডেমিক পতাকা উত্তোলনের মাধ্যমে অলিম্পিয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ড. মো. আতিয়ার রহমান বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতেই রাবিপ্রবিতে এই বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের বছরব্যাপী বিজ্ঞানভিত্তিক কার্যক্রমের সঙ্গে রাঙ্গামাটি জেলার শিক্ষার্থীদের যুক্ত করা হবে, যাতে তারা বিজ্ঞান চর্চায় আরও বেশি সম্পৃক্ত হতে পারে।
উপাচার্য আরও প্রত্যাশা ব্যক্ত করেন যে, রাঙ্গামাটি জেলার একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাবিপ্রবিতে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে মোট ২১৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ১১৪ জন এবং কলেজ পর্যায়ে ৪৩ জনসহ মোট ১৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সম্মেলন কক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাদ্দাম হোসেন, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং রাঙ্গামাটি জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



