• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাহাড়ে সংঘবদ্ধ ধর্ষণ:চিহ্নিত ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ 

     dailybangla 
    23rd Jul 2025 6:52 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে চট্টগ্রামে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এক অষ্টম শ্রেণির ছাত্রীর ঘটনায় চিহ্নিত ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে পাহাড় ও সমতলে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

    বুধবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবে হিল উইমেন্স ফেডারেশনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “এই ভয়াবহ ঘটনার পরও এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা না নেওয়া রাষ্ট্র ও প্রশাসনের ব্যর্থতা এবং পাহাড়ি নারীদের প্রতি অব্যাহত বৈষম্যের স্পষ্ট উদাহরণ।”

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “যখন একজন কিশোরী চিকিৎসার জন্য জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, তখন বিচারহীনতার সংস্কৃতি ধর্ষকদের আরও উৎসাহিত করে।” তারা অভিযোগ করেন, প্রশাসন শুরু থেকেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং স্থানীয়ভাবে প্রভাবশালীদের চাপেও নির্যাতনের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি।

    হিল উইমেন্স ফেডারেশন জানিয়েছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত বিচার, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং পাহাড়ি অঞ্চলগুলোতে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি। এছাড়া নারী ও কন্যাশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র, মনোসামাজিক সহায়তা, এবং আইন-শৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

    সংগঠনটি জাতিসংঘ, মানবাধিকার সংস্থা ও দেশি-বিদেশি গণমাধ্যমকে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত ও তদারকির আহ্বান জানিয়েছে।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি পূর্ণিমা চাকমা, সাধারণ সম্পাদক সীমা মারমা, মানবাধিকার কর্মী তানিয়া খীসা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজকর্মীরা।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930