• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ফ্যাসিবাদের জন্ম হবে: মুফতি রেজাউল করীম 

     dailybangla 
    21st Aug 2025 4:17 am  |  অনলাইন সংস্করণ

    আজমির মিশু, ফেনী প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে পুনরায় ফ্যাসিবাদের জন্ম হবে না। ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, সংলাপের সংস্কৃতি গড়ে উঠবে এবং প্রতিটি ভোটারের ভোট কার্যকরভাবে ব্যবহৃত হবে। এর ফলে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”

    বুধবার বিকেলে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গত ১৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনও দেশকে অস্থিতিশীল করে রেখেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণের সময় শিষ্টাচার মানা জরুরি, কারণ কোনো অবস্থাতেই ফ্যাসিবাদকে ফের সুযোগ দেওয়া যাবে না।

    মুফতি রেজাউল করীম উল্লেখ করেন, ৫ আগস্টের পর রাষ্ট্র কাঠামো ও আইনি সংস্কারে কিছুটা অগ্রগতি হলেও রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন আসেনি। বরং চাঁদাবাজি, সন্ত্রাস, এমনকি রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো অপরাধও বেড়েছে।

    তিনি বলেন, সম্প্রতি মিডফোর্ট হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের প্রতিবাদ ছিল সাধারণ জনতার স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু সেটিকে রাজনৈতিক ইস্যু বানিয়ে আড়াল করা হয়েছে। এসব অপরাধে বিএনপির সম্পৃক্ততা এবং পরবর্তীতে দলীয় বহিষ্কারের সিদ্ধান্তই এর প্রমাণ বলে তিনি দাবি করেন।

    বিএনপিকে দায় স্বীকারের আহ্বান জানিয়ে তিনি বলেন, দলের ভেতরে থাকা অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

    ‘জুলাই বিপ্লব’ প্রসঙ্গে মুফতি রেজাউল করীম বলেন, এটি ছিল নতুন বাংলাদেশ আবিষ্কারের সূচনা। বিপ্লবীদের শ্লোগান ছিল “উই ওয়ান্ট জাস্টিস”। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ব্যালটের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।

    গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।

    এছাড়া ফেনী জেলার তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক (ফেনী-১), মাওলানা একরামুল হক ভূঁইয়া (ফেনী-২) ও সাইফ উদ্দিন শিপন (ফেনী-৩) উপস্থিত ছিলেন।

    গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এবং জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031