• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পিআর পদ্ধতি দেশের জনগণের অজানা : রুহুল কবির রিজভী 

     dailybangla 
    23rd Aug 2025 6:05 pm  |  অনলাইন সংস্করণ

    নিহারেন্দু চক্রবর্তী,ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে পিআর পদ্ধতি সম্পর্কে দেশের জনগণ অবগত নয়। এ পদ্ধতিতে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না, কেবল দলীয় প্রতীকে ভোট দিতে হবে। এতে রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। রিজভী অভিযোগ করে বলেন, কিছু রাজনৈতিক দল পিআর ও নির্বাচনী সংস্কারের কথা বলে ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করতে চাইছে। তবে বিএনপি তাদের উদ্দেশ্য বুঝতে পেরেছে।

    তিনি বলেন, শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। চাঁদাবাজ ও দখলবাজরা যারা গণতন্ত্রকে দমিয়ে রেখেছিল তারা বিএনপির সদস্য হতে পারবে না। আওয়ামী লীগ সরকারকে আক্রমণ করে রিজভী বলেন, ৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে শেখ হাসিনা ধ্বংস করেছেন। জনগণ তাকে পরাজিত করেছে, এখন দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকেরপাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ও আহসান উদ্দিন খান শিপন। পরে প্রধান অতিথি সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্ভোধন ও ফরম বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031